February 8, 2025, 7:54 pm
আব্দুল করিমঃ মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার কার্যালয়ে এ কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ মেহেদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-সচিব ও প্রকল্প পরিচালক মোঃ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উপাধ্যক্ষ আল মোস্তানসির বিল্লাহ। এসময় প্রধান অতিথি বলেন আমরা ইতিহাস পড়ে যেটুকু জেনেছি মনদিয়ে অনুভব করেছি ১৬ ডিসেম্বর একটি হ্রদয় বিদারক ঘটনা। আমরা বলি রক্তের বিনিময়ে বিজয় পেয়েছি তবে রক্ত দিলেই কিন্তু বিজয় আসে না অনেক ত্যাগ, সংগ্রাম রক্তের মাধ্যমে পেয়েছি বিজয়। আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, বিশ্বের কাছে মাথা উচু করে পরিচয় দিতে আমাদের নিজেদের অবস্থান হতে সর্বচ্চ শক্তি দিয়েই আমাদের বিজয় ধরা রাখতে হবে।এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার এফএস মোঃ আসাদুল্লাহ , আব্দুল্লাহ আল মামুন , মাস্টার টেইনার মোঃ আবুল কালাম, মডেল ডা. মাহবুবুর রহমান, সাধারন রিসোর্স মোঃ মনিরুল ইসলাম, শাহাদাত, মোস্তাফিজ সহ ফাউন্ডেশনের সকল স্থরের শিক্ষকরা।
ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার এফও মোঃ হাসানুজ্জামানের পরিচালনায় শহীদের রুহের মাগফিরাত কামনা দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।
Leave a Reply