December 21, 2024, 3:04 pm

সাতক্ষীরা- আশাশুনি সড়কের ধারের গাছ অনিয়ম করে কাটার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা- আশাশুনি সড়কের ধারের গাছ অনিয়ম করে কাটার প্রতিবাদে মানববন্ধন

মোস্তাকীম হোসাইন,ধুলিহর:
সাতক্ষীরা- আশাশুনি সড়কের ধারের গাছ অনিয়ম করে কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০৫ অক্টোবর- ২০২৪ সকাল দশটার সময় ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র কল্যাণ এ্যাসোসিয়েশন ও স্থানীয় জনগণের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক ইব্রাহিম হোসেন, নাজিম সিরাজী দিপু, আবু তলহা
,মুহসিন আহম্মেদ, এম এইচ মইন, বেলাল হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উপস্থিত বক্তারা এ সময় বলেন,সড়কের উভয় পাশের গাছ মাটির উপরের সাদৃশ্যমান জায়গা থেকে কেটে নেওয়ার কথা থাকলেও সবগুলো গাছ গোড়ার মাটি সরিয়ে মূল শিকড়সহ উপরে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ সকল গাছের গোড়ায় গভীর গর্ত হয়ে হচ্ছে। এই গর্তে মাটি দিয়ে ভরাট না করেই চলে যাচ্ছে ঠিকাদারের লোকজন।
তৈরি হওয়া গভীর গর্তের কারণে দেখা দিয়েছে ধস। কিছু কিছু স্থানে রাস্তার ইট এই গর্তে চলে যাচ্ছে।
যার কারণে ক্ষতিসাধন হচ্ছে রাস্তার দুইপাশের ফুটপাতসহ মূলসড়ক।
সঙ্গত কারণে ইতিমধ্যে কিছু জায়গায় সংগঠিত হয়েছে সড়ক দুর্ঘটনা।

বক্তারা এমন অনিয়ম করে গাছ কাটার প্রতিকার চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সাতক্ষীরা উপজেলাও জেলা প্রশাসনের নিকট।

সড়কের উভয় পার্শ্বের এই বিভিন্ন প্রজাতির মরা, আধামরা, ঝুঁকিপূর্ণ ও শুকনা ২৬৯ টি গাছ [গাছ নাম্বারিং এর ১ হতে ২৬৯ পর্যন্ত মোট ২৬৯ টিপ্রতিবাদ গাছ] অপসারণ শুরু হয়েছিল ০৩ সেপ্টেম্বর – ২০২৪ মঙ্গলবার থেকে।
যার ০৮ জুলাই ২০২৪ দরপত্র অনুযায়ী প্রাক্কলিত মূল্য ১৮,৬৭,৪৭০ টাকা এবং নির্ধারিত মূল্য ছিলো ১৯,৪৬,১০০ টাকা।
কাজের মেয়াদকাল দেওয়া হয়ছিলো ২ সেপ্টেম্বর ২০২৪ হতে ১৬ অক্টোবর ২০২৪ পর্যন্ত মোট ৪৫ দিন।

দরপত্র কমিটির সিদ্ধান্ত এবং জেলা পরিষধের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাসের অনুমোদনক্রমে উল্লেখিত গাছ অপসারণের কাজ বাস্তবায়নের জন্য উদ্ধৃত মূল্যের বিপরীতে সমুদয় অর্থ বাবদ ১৯,৪৬,১০০ টাকা ও ১৫%ভ্যাট বাবদ ২,৯১,৯১৫ টাকা উদ্বৃত্ত মূল্যের উপর ২৫% জামানত বাবদ ৪,৮৬,৫২৫ টাকা জমাদান পূর্বক ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করেন,
মেসার্স মুবীন এন্টারপ্রাইজের প্রোপাইটার
মোঃ আরফান কবির।
সাং খয়েরহুদা, জীবননগর, চুয়াডাঙ্গা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited