January 28, 2025, 3:01 am
মুস্তাকিম, ধুলিহার প্রতিনিধি:
পানির স্বাভাবিক গতিপথকে ত্বরান্বিত করার লক্ষ্যে সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাদ ও টিলা অপসরনের কাজ অব্যাহত রয়েছে ।
শনিবার থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাফেজ শোয়াইব আহমদের উদ্যোগে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইয়ারুল হকের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
আজ রবিবার দ্বিতীয় দিনে বেতনা নদীর এ কাজ চলমান আছে বুধহাটা বাজার এবং নোয়াপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন উপকূল ভাগে।
এ সময় তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সহকারি সেক্রেটারি মাওলানা আ. সবুর এবং সাবেক মেম্বর মো.শহিদুল ইসলাম (বুদু সানা)।
উপস্থিত সাধারণ শ্রমিক এবং জনতা এ কার্যক্রম নির্বিঘ্নে চলমান রাখতে সাতক্ষীরার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে ন্যূনতম একটা বরাদ্দ দাবি করেন।
আজকের এই কাজে অংশগ্রহণ করেন বাঁগডাঙ্গা,দামারপোতা,বালুইগাছা,সানাপাড়া ও বেড়বাড়ি সহ প্লাবিত অঞ্চলের অসংখ্য সাধারণ দিন মজুর শ্রেণীর মানুষ।
ইতিমধ্যে শালিকাডাঙ্গি, গুনাকরকাটি, সুপারিঘাটা, হাজিখালী বীল সংলগ্ন অনেকগুলো বাদ এবং টিলা অপসারণের কাজ শেষ হয়েছে।
যাতে করে নদীর স্রোত পূর্বের থেকে অনেক বেড়েছে।
বিণেরপোতা – আশাশুনি এমনভাবে কাজ শেষ করা গেলে, সাতক্ষীরার এই অংশের জলাবদ্ধতা বহুল অংশে কমে যাবে বলে দাবি এ অঞ্চলের মানুষের।
Leave a Reply