December 27, 2024, 7:46 pm

সাতক্ষীরার কালিগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ

মামুন বিল্লাহ, কালিগঞ্জ:সাতক্ষীরার কালিগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করলেন রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন । ১১ ডিসেম্বর বিকাল ৪ টার সময় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় রায়পুরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান।

এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক শাহাবুদ্দিন (ছোট), উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মুস্তাহিদ হোসেন লিটন,সিরাজুল ইসলাম, ফাউন্ডেশন এর সহ-সভাপতি ফজলু মল্লিক, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুর সর্দার প্রমূখ। রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এই ফাউন্ডেশন একটি অলাভজন ও সমাজ সেবা মূলক ফাউন্ডেশন। দীর্ঘদিন যাবত এই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে। তাই অনুষ্ঠানে সকল বক্তারা এই ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করেন।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited