December 27, 2024, 4:55 pm
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা : মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরা সিটি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সিটি কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হারিরা খানম, সহকারি অধ্যাপক শফিউল আলম, সহযোগী অধ্যাপক আরিফ হোসেন, প্রভাষক আজিম খান, প্রভাষক পবিত্র কুমার মন্ডল প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ইমরুল হোসেন।
##
Leave a Reply