December 21, 2024, 5:47 pm

আশাশুনিতে পিক আপ উল্টে ২৩ শ মুরগির মৃত্যু।। আহত-৩

আশাশুনিতে পিক আপ উল্টে ২৩ শ মুরগির মৃত্যু।। আহত-৩

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি  প্রতিনিধি। সাতক্ষীরার আশাশুনি-সাতক্ষীরা সড়কে মুরগি বহনকারী পিকআপ উল্টে ২ সহস্রাধিক সোনালী(কক)মুরগির মৃত্যু হয়েছে। পিকআপটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ড্রাইভার সহ ৩ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত্র ৮ টার দিকে।
জানাগেছে,সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে ঢাকা মেট্রো-ন-১৩-৬৮১৩ নং পিক আপ ২৩শ পিচ সোনালী (কক) মুরগি ক্রয় করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড় এলাকায় পৌছলে একটি প্রাইভেটকে সাইট দিতে গিয়ে অসতর্কতা বশত রাস্তার বাম পার্শে মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায়। পানিতে ডুবে পিকআপে থাকা সকল মুরগি মারা যায়। মুরগির আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশাশুনি স্টেশন ম্যানেজার জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাইভারসহ ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে সেখানে না পাওয়ায় নাম ঠিকানা নেওয়া সম্ভব হয়নি। তবে ড্রাইভারসহ ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited