January 28, 2025, 10:29 pm
দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় সখিপুর ফাযিল মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সোলাইমান হোসেন, আব্দুল গফুর, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, ইসরাইল আশেকে মাগফুর, সখিপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষক মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।
এসময় এ সম্মেলন দেবহাটা উপজেলায় ১৯৭ জন পুরুষ/মহিলা সদস্য (রুকন) দের ভোটের মাধ্যমে জেলা থেকে কেন্দ্রীয় জামায়াতের মজলিসের সূরা সদস্য, উপজেলা থেকে জেলা জামায়াতের মজলিসের সূরা সদস্য, উপজেলা থেকে জেলা জামায়াতের মজলিসের সূরা সদস্য মহিলা মোট ৩ জনকে মনোনীত করতে ভোট গ্রহণ করা হয়।
Leave a Reply