April 3, 2025, 11:38 am

সাতক্ষীরায় শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

সাতক্ষীরায় শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বধ্যভূমিতে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, জেলা কারাগার, পৌরসভা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পারে শহীদদের স্মরণে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ কমান্ডার মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু,সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মোঃ আরাফাত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন,

এলডিডি মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ,এনডিসি প্রণয় বিশ্বাস, জেল সুপার এনায়েত উল্লাহ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু,সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা বৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাবিজুল ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited