January 28, 2025, 2:31 am

ভোমরায় টাস্কফোর্স অভিযান, বিভিন্ন ভারতীয় পন্যসামগ্রী উদ্ধার

ভোমরায় টাস্কফোর্স অভিযান, বিভিন্ন ভারতীয় পন্যসামগ্রী উদ্ধার

শহর প্রতিনিধি:মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪ তারিখ বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উদ্যোগে ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপি‘র দায়িত্বাধীন ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাংগীর মার্কেটে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভোমরাস্থ জাহাংগীর মার্কেটে কতিপয় অসাধু ব্যবসায়ী শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার বস্ত্র সামগ্রী, শীতের কম্বল,মনোহরী দ্রব্য ও জুতা বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য বিক্রয় বন্ধের লক্ষ্যে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রণয় বিশ্বাস, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ১ প্লাটুন বিজিবি সদস্য এবং পুলিশ প্রশাসনের পক্ষে এস আই শহর আলী এর সাথে ০৪ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে টাস্কফোর্স দল কর্তৃক জাহাংগীর মার্কেটের মেসার্স নিউ মোল্লা স্টোর, নিউ আলাউদ্দিন বস্ত্রালয়, মোল্লা ভ্যারাইটিজ স্টোর এবং মেসার্স রবিউল এর দোকানে অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার বস্ত্র সামগ্রী, শীতের কম্বল, মনোহরী দ্রব্যাদি ও জুতা উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা ।

এ সময়ে দোকান মালিকগণ উক্ত মালামালের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মেসার্স নিউ মোল্লা সু স্টোর মালিককে ১০,০০০/-, নিউ আলাউদ্দিন বস্ত্রালয় মালিককে ২০,০০০/-, মোল্লা ভ্যারাইটিজ স্টোর এর মালিক ১০,০০০/- এবং মেসার্স রবিউল স্টোর এর মালিককে ১০,০০০/- টাকা; সর্বমোট ৫০,০০০/- জরিমানা করেন। দেশজ পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয় উৎসাহিত করা এবং দেশের মূল্যবান রাজস্ব ফাঁকি রোধকল্পে পরিচালিত এই টাস্কফোর্স অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রতীয়মান হয়।
উক্ত টাস্কফোর্স অভিযানে কৃত সর্বমোট সিজার মূল্য ৬,২০,০০০/- (ছয় লক্ষ বিশ হাজার টাকা মাত্র)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited