January 22, 2025, 9:52 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(যশোর) কাশ্যপী বিকাশ চন্দ্র।জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাতক্ষীরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান,সাতক্ষীরা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মারুফ হোসেন, ফরেস্টার মোঃ ইউনুস আলী,জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নুরুল আমিন প্রমুখ।
Leave a Reply