December 21, 2024, 1:24 pm
সাদ্দাম হোসেন :- দেবহাটা উপজেলার কুলিয়া বাজার কমিটির উদ্যোগে সকল ব্যবসায়ী সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। শনিবার সন্ধায় কুলিয়া বাজার কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন উক্ত কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রত্যেক দোকানদার সদস্যদের জন্য এই প্রথমবার পরিচয়পত্র প্রদান করা হলো। ২০১ জন ব্যবসায়ী উক্ত বাজার কমিটির সদস্য রয়েছেন। পরিচয়পত্রধারী ব্যবসায়ীগন বাজার কমিটির বিধি মোতাবেক সকল সুযোগ সুবিধা ভোগ করবে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ব্যবসায়ীদের কল্যানে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আজকে পরিচয়পত্র প্রদান করা হলো। এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সেক্রেটারী মোঃ আবু হুরাইরা, সহ-সভাপতি মোসফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সমাজ কল্যান সম্পাদক আলহাজ¦ আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, কার্য নির্বাহী সদস্য মহাদেব পাল ও আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী সীমা ফার্মেসীর রুহুল আমিন, বাবু আর্ট এন্ড চারুকলা একাডেমির পরিচালক ইব্রাহীম খলিল বাবু প্রমুখ।
Leave a Reply