December 27, 2024, 1:01 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরাতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৮ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে পুরুষ সদস্য ৫৫ জন এবং নারী সদস্য ৩ জন রয়েছেন। আরও ৬ প্রার্থী অপেক্ষামান রয়েছেন।
সোমবার(২৫ নভেম্বর) রাত ২টার দিকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ও রোল প্রকাশ করেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়েছেন। তারা বিশ্বাসই করতে পারছেন না টাকা ছাড়াই তারা পুলিশে চাকরি পেয়েছেন। নির্বাচিত হয়ে অনেকের কান্না উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
পুলিশ সুপার (এসপি)মোহাম্মদ মনিরুল ইসলাম প্রতিনিধিকে জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই আজ এ জায়গায় এসেছে। পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য এ নিয়োগ অন্যতম একটি ধাপ। সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি আরো বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় সাতক্ষীরা জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২৪ উপলক্ষে গত ২৯ অক্টোবর হতে সাতক্ষীরা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা, সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।পরে গত ১৭ নভেম্বর সকাল ১০ টায় অত্যন্ত মনোরম পরিবেশে সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় কনস্টেবল পদের ৯টি ধাপ অতিক্রম করে নির্বাচিত হয়েছেন ৫৮ জন।
Leave a Reply