January 5, 2025, 4:13 am

সদরের বল্লী ৮ দলীয় গাদন খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ

সদরের বল্লী ৮ দলীয় গাদন খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ

বল্লী প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্য গাদন খেলা প্রতিযোগিতা। একসময় এই খেলা ছিল গ্রামীণ জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু কালের আবর্তে খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফেরাতে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে ১২ নং ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই গাদন খেলার আয়োজন করা হয়। আর এ খেলা দেখতে নানা প্রান্ত থেকে ছুটে আসেন সব বয়সের অসংখ্য দর্শক।

শুক্রবার (২৭ শে ডিসেম্বর)বিকেলে ফাইনাল খেলায় অংশ নেয় মুকুন্দপুর ইমার্জি ক্লাব ও ঘরচালা গাদন দল। খেলায় মুকুন্দপুর ইমার্জি ক্লাব ৩-১ গাদনে ঘরচালা গাদন দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলে শেষে উভয় দলের খেলোয়ারবৃন্দ গ্রামীণ ঐতিহ্যের এ খেলা দর্শকদের উপহার ও আনন্দ দিতে পেরে তারাও খুশি।

বল্লী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইনজামুল হক রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মহিদুল ইসলাম। সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহিনুর রহমানের সহযোগিতায় ও বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ রেজার ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, সদস্য সচিব সোহেল রানা, বল্লী ইউনিয়ন বিএনপি সভাপতি সেলিম আক্তার মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, বল্লী ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান পিকলু, সেক্রেটারি আজহারুজ্জামান মুকুল, বল্লী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রায়হান রিপন, বল্লী ইউনিয়ন পরিষদের ৬ নংওয়ার্ড সদস্য রবিউল ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited