January 28, 2025, 3:52 am
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরায় বিনা লাভের দোকান দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন । ভোর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাজার সিন্ডিকেট ভাঙতে মাঠে নেমেছে। দোকানে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ছিল বাজার ছাড়া কম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর থেকে চালতেতলা বাজারে সামনে এই অস্থায়ী দোকান বসানো হয়।
সেখানে ডিম ১১ টাকা পিচ, লাউ ৩২ টাকা,
পুঁইশাক ২০ টাকা,আলু ৫৫ টাকা,
পিঁয়াজ ১০০ টাকা, পেঁপে ২৬ টাকা,
ডাল ১০০ টাকা,আলু ৫৫ টাকা,
শাপলা ১০ টাকা।অপরদিকে বড় বাজার সুলতানপুর বড় বাজারে কাঁচামাল বিক্রি হচ্ছে আলু ৬৫ টাকা,কাচা ঝাল ১২০ টাকা,বেগুন ৯০ টাকা,পটল ৬০ টাকা,বরবোটি ৮০ টাকা লাউ প্রতিপিচ ৬০ টাকা,পিয়াজ ইন্ডিয়ান টা ১১০ দেশি টা ১৪২টাকা, রসুন ২২০টাকা ডিম ১২ টাকা পিচ টমেটো ১৪০ টাকা, চিকন চাউল ৬৪, মোটা চাউল ৫২ টাকা, শুকনা ঝাল ৩৮০, কলা ৭০,মিষ্টি কুমড়া ৬০ টাকা।
সিন্ডিকেটের কালো হাত ভাঙতে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে এই উদ্যোগ বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, গত ৫ আগস্টের পর বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করে দেখছি আমরা স্বৈরাচারের দোসরদের একটি গোষ্ঠী সিন্ডিকেটের ব্যানারগুলো পুরাতন নাম থেকে নতুন নামে দখল করছে। সিন্ডিকেটের কারণে বাজারের সবজিসহ পণ্যগুলোর দাম ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ভাঙতে আমাদের এই উদ্যোগ। মানুষের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য। এর আগে দেখেছি উন্নয়ন ছিল, কিন্তু মানুষের পেটে খাবার ছিল না। সাধারণ মানুষ খেয়েপরে দিন কাটাতে পারে সে জন্য এই উদ্যোগ”।
Leave a Reply