January 5, 2025, 4:13 am

সাতক্ষীরা শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন।

সাতক্ষীরা শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন।

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহরের উদ্দ্যোগে সন্ধ্যা ৬ টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহর সভাপতি মোঃ মেহেরুল্লাহ ‘র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি,অধ্যাপক গাজী সুজায়াত আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহর শাখার প্রধান উপদেষ্টা, জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহর সহ-সভাপতি মোঃ আতিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, নার্সিং, প্রশিক্ষণ ও ট্রেড সম্পাদক মোঃ লিয়াকত আলী, অফিস, অডিট ও ট্রেড সম্পাদক মোঃ মাহমুদ হোসেন , বায়তুলমাল, অডিট ও প্রচার সম্পাদক মোঃ শহীদুল্লাহ, প্রশিক্ষণ ও আইন আদালত সম্পাদক অ্যাডঃ আব্দুর রাজ্জাক, অফিস ,প্রচার ও সহকারী বায়তুলমাল সম্পাদক মাওঃ মোঃ আশরাফুল ইসলাম, প্রচার, প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মোঃ আরিফুজ্জামান, প্রশিক্ষণ ও উলামা সম্পাদক আবুল হাসান , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌরপূর্ব থানা সভাপতি মোঃ মাসুদ রানা প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক গাজী সুজায়াত আলী বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে সকল শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে আসবে এবং সাতক্ষীরা শহর একটি আদর্শ কল্যাণকামী শহর হিসেবে গড়ে উঠবে। এজন্য সকলকে সোচ্চার হয়ে মানবতার কল্যাণের জন্য একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন,যে সমস্ত ভাইয়ের ওপর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব অর্পিত হয়েছে সকলকে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে যাওয়ার আহবান জানান।

প্রধান উপদেষ্টা জাহিদুল ইসলাম বলেন, ৫ আগস্ট পরবর্তী আল্লাহ তাআলা দিন আন্দোলনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমরা খালিদ বিন ওয়ালিদ এর উত্তরসূরী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলীর উত্তরসূরী ।কোন বাতিলের চোখ রাঙানোকে আমরা ভয় করি না ; একটি আদর্শিক এবং সুন্দর কল্যাণকামী রাষ্ট্র হিসেবে দেশকে গড়তে হলে, যদি প্রয়োজন হয় তাহলে আরো একবার শহীদী তামান্না নিয়ে ইসলামের ঝান্ডাবাহী হাতে নিয়ে বাতিল শক্তিকে রুখে দিব কিন্তু কোন স্বৈরাচারের রাজ এই দেশের মাটিতে কায়েম হতে দিব না।

অনুষ্ঠান শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা শহর সভাপতি মোঃ মেহেরুল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited