January 2, 2025, 10:19 pm
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর থানাধীন বালিথা শেখপাড়া গ্রামে গাছ কাটা কে কেন্দ্র করে স্বামী- স্ত্রী ও ছেলে সহ ০৪ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (২ নভেম্বর)সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত মুজাহিদ নামে একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং
ইনছাফ আলী (৫২),আকলিমা খাতুন(৪০) ও মফিজুল ইসলাম(৩৫)কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গ্রাম্য ডাক্তারের নিকট প্রেরণ করে।
আহাত সূত্রে জানা গেছে, নিজের জমিতে লাগানো মেগুনী গাছ টাকার প্রয়োজনে বিক্রয় করা হয়। বিক্রয়কৃত গাছ ক্রেতা কাটতে গেলে সেখানে বাধা প্রদান করে এবং আহত ভুক্তভোগীদের খুন ও জখম করার হুমকি দেয় । এর সূত্র ধরে শনিবার সকালে ভুক্তভোগির ছেলে মুজাহিদ হোসেন বালিথা শেখ পাড়া মসজিদের সামনে রাস্তা দিয়ে পায়ে হেঁটে মাঠে যাওয়ার পথে পরসম্পদলোভী আওয়ামী লীগের দোসর বালিথা শেখ পাড়ার মো. হায়দার আলী শেখ(৬০),মো. হাসানুজ্জামান (৩৫),হাফিজুল শেখ( ৪০),আব্দুল্লাহ শেখ (৩০),
মো.দাউদ আলী শেখ (৭০),শামীম শেখ দা, লোহার রড ও শাবল ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি পিটাতে শুরু করে।
এতে ভুক্তভোগী ইনছাফ আলীর ছেলে মুজাহিদ হোসেনের গালের উপরের পাটির ০৩টি ও নিচের পাটির ০২ টি দাঁত পড়ে যায়। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি।
Leave a Reply