March 12, 2025, 11:25 am
কালিগঞ্জ, প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সিয়াম ও যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৪ মার্চ দুপুর ২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরদাড়ি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশার।
উপজেলা জামায়াতে’র সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথিসহ সেমিনারের আলোচকগন যাকাতের তাৎপর্য তুলে ধরে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন যাকাত ধনীদের সম্পদের উপর গরীবের হক। এটা কোনো দান বা সাদকা নয়। তারা যাকাত আদায়ের খাত সমূহ এবং যাকাত মালকে পবিত্র ও পরিশুদ্ধ করে এ বিষয় সমূহের উপর আলোকপাত করেন। সেমিনারটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে বাছাইকৃত ধনী (সাহেবে নেসাব) ও যাকাত দাতাগন উপস্থিত ছিলেন।
সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা’র ব্যবস্থাপক হাফিজুর রহমান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী ও নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা জামায়াতে’র কর্মপরিষদ সদস্য মাওঃ নূরুজ্জামান হাবিবী, মাওঃ আব্দুস সামাদ, মাওঃ আব্দুল মোমিন, আফতাব উদ্দিন, আবু ইসলামসহ দলটির উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply