December 27, 2024, 3:18 am
শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক (দিভা) মো. মতিউর রহমান, সিনিয়র শিক্ষক জি এম আলতাফ হোসেন, সহকারী শিক্ষক নার্গিস আরা,শামীমুল ইহসান, শিক্ষার্থী জারিফ ও সুদীপ্ত দেবনাথ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত দেবনাথ।
Leave a Reply