October 18, 2024, 8:36 am

শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোচিং বাণিজ্য চলবে না, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ -জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোচিং বাণিজ্য চলবে না, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ -জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি : শিক্ষার কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিক্ষক দিবসের একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলায় আমি যতদিন আছি জেলার শিক্ষকদের কোন অসুবিধা হতে দেবো না। এ জেলার সকল শিক্ষকদের সমস্যা গুরুত্বের সাথে দেখা হবে। শিক্ষকদের সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব সঠিক়ভাবে পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোচিং বাণিজ্য চলবে না। কোচিং বাণিজ্যের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরওবলেন, শিক্ষকদের রাজনীতি মুক্ত থাকতে হবে। শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সুবিধাভোগের জন্য কোন প্রকার লেনদেন করবেন না। শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক থাকবে। কোন রকম দলাদলি করবেন না। নিজেকে বড় না করে সবাইকে সম্মান ও সহযোগীতা করবেন।

শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, আল্লাহ বান্দার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন,নিজের হিসাব নিজেকেই দিতে হবে। কারো প্রতি অন্যায় করবেন না।

প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকদের অভিভাবক আপনারা। নিজের স্বার্থ উদ্ধারে অন্যান্য শিক্ষকদের হয়রানী করবেন না। শিক্ষক সংগঠনের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকদের জন্য সংগঠন প্রয়োজন তবে সংগঠন কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেনা।শিক্ষার ক্ষেত্রে কোন বৈষম্য হবে না, কারিগরি শিক্ষায় ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি না থাকায় এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হবে। আমরা গণপ্রজাতন্ত্রের কর্মচারী। জনগনের সেবায় আমাদের সর্বোচ্চ সহযোগীতা করতে হবে। এছাড়া সাতক্ষীরা সম্পূর্ণ দূর্ণীতি মুক্ত থাকবে।
সর্বশেষ তিনি বলেন, আমার পক্ষ থেকে আজকের এ আহ্বান সকলের নিকট পৌঁছানোর জন্য সবার সহযোগীতা কামনা করছি।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, জেলা শিক্ষক প্রীতি সভাপতি আমানুল্লাহ আমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক অফিসার নারায়ণ চন্দ্র, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. মুফতি আক্তারুজ্জামান,পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মনিরুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম, আলিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের চীপ ইন্সট্যাক্টর (ননটেক) সিদ্দিক আলী, অধ্যাপক রেজাউল করিম, সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কান্তি শর্মা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন ও আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন প্রমুখ। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited