December 22, 2024, 2:25 am
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২নভেম্বর) বিকালে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি আহবায়ক আসিফুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহরিয়ার জামান, যুগ্ম আহবায়ক এড গোলাম গনি দুদু, আবু হেনা মোস্তফা কামাল, নুরুল ইসলাম বাবলু, জুলফিকর আলী জুলি, খালিদুজ্জামান টিপু, আক্তারুজ্জামান, খায়রুল আহসান, বড়দল আহবায়ক শামছুদ্দিন সানা, সদস্য সচিব আজগর আলী, শ্রীউলা আহবায়ক আশরাফুর রহমান মুকুল, সদস্য সচিব হারুনর রশিদ, কুল্যা আহবায়ক ইব্রাহিম গাজী, সদস্য সচিব লুৎফর রহমান, কাদাকাটি আহবায়ক জহির উদ্দীন, সদস্য সচিব তরিকুল ইসলাম খান, দরগাহপুর আহবায়ক শেখ জুলফিকার হায়দার, সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, খাজরা আহবায়ক আলাউদ্দিন আহমেদ, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, প্রতাপনগর আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান।যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম টোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব এসএম আশিকুজ্জামান, যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ ও মোঃ সাজিনুর রহমান সাজিদ, ছাত্রদলের আহবায়ক ইয়াছিন আরাফাত পলাশ, সদস্য সচিব সবুজ হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান রিপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোকন, জাসাস এর সাবেক সভাপতি শরিফুল ইসলাম, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, তাঁতি দলের সাবেক সভাপতি আব্দুল হাদি, তারেক পরিষদের সভাপতি জি এম খালিদ মাহমুদ, মহিলা দলের সভাপতি কামরুন নাহার কচি, সাধারণ সম্পাদক আইরিন গনি প্রমুখ। সভায় উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নোতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply