December 21, 2024, 1:29 pm
মোঃ রাশেদ রেজা, বল্লী প্রতিনিধি:
গত কয়েক সপ্তাহ যাবৎ একটানা ভারী বৃষ্টিপাতের প্রকোপে সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্গত আখড়াখোলা হতে মুকুন্দপুর যাওয়ার প্রধান সড়কের উপরে উল্লেখযোগ্য হারে পানি উঠেছে ।
যার পরিপ্রেক্ষিতে উক্ত এলাকার সাধারণ জনগণ দুর্ভোগের সম্মুখীন হয়েছে ।
উক্ত সড়কটি মুকুন্দপুর ,রাজনগর,খেজুরডাঙ্গা, দক্ষিণ দেবনগর সহ প্রায় ৭/৮টি গ্ৰামের মানুষের আখড়াখোলা ও ঝাউডাঙ্গা বাজারে যাতায়াতের প্রধান সড়ক ।
সড়কটিতে হাঁটুর উপরে পানি উঠার কারনে স্কুল কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।
ভ্যান, সাইকেল, মটরসাইকেল সহ সকল যানবাহন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
একালাবাসীদের দাবি মুকুন্দপুর এবং আখড়াখোলা মাঠে ঘের খননের সময় খালের অভিমখে পানি সরানোর যথাযথ ব্যাবস্থা না রাখার কারনে এমন জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী যাহাতে খুব দ্রুত এই দুর্ভোগ হতে পরিত্রাণ পায় তাহার জন্য প্রশাশনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং যাহাতে পরবর্তীতে এরকম জনদূর্ভোগের সৃষ্টি না হয় তার জন্য যথাযথ বিধি- ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।
Leave a Reply