December 7, 2024, 7:27 am
বল্লী প্রতিনিধি:সাতক্ষীরায় হতদরিদ্র ৩৩ পরিবারকে অর্থনৈতিক স্বাবলম্বী করনের সহয়াতা স্বরূপ ১ টি করে ৩৩ টি ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার(২৯ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের আখড়াখোলা জান্নাতুল ফেরদৌস মসজিদের মাঠে দাতব্য সংস্থা সোয়াবের এর উদ্যোগে ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ আশরাফুজ্জামান’র সহযোগিতায় ৩৩ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়।
ছাগলের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও গবেষক ডাক্তার আজহারুল করিম ক্যান্সাস মেডিকেল বিশ্ববিদ্যালয় আমেরিকা, প্রবাসী আশরাফুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন সাবেক খুলনা বিভাগীয় যুবদলের সহঃ সভাপতি নাজমুল হুদা সাগর, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , জান্নাতুল ফেরদৌস মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মোহাম্মদ জামিলুজ্জামান।
Leave a Reply