সাতক্ষীরায় আমীরে জামায়াতের আগমনে শ্রীউলায় জামায়াতের প্রস্তুতি সভা
- Update Time :
Monday, November 25, 2024
-
23 Time View
- আশাশুনি প্রতিনিধি।। আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এর সাতক্ষীরা আগমন ও কর্মী সম্মেলন সফল করতে উপজেলার শ্রীউলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর)বেলা ৩ টায় বকচরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা লুৎফর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার ছিদ্দিক,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মুর্তজা,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,উপজেলা যুব জামায়াতের সভাপতি ডাঃ রোকনুজ্জামান রোকন,শ্রমিক কল্যাণ নেতা মাসুম বিল্লাহ খান প্রমুখ।অন্যদের মধ্যে মাওলানা আব্দুর রহমান,মাওলানা আব্দুল হাকিম,মেম্বার আব্দুর রাজ্জাক,আবারুল ইসলাম,মৌলভী আব্দুর রহমানপ্রমুখ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ সকল কর্মীদেরকে সম্মেলনে যোগদান করার জন্য আহ্বান জানান। উল্লেখ্য-আমীরে জামায়াত আগামী ৩০ শে নভেম্বর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জতুল্লাহ,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার,সাবেক এমপি গাজী নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply