December 7, 2024, 9:11 am

শ্যামনগরে অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত

শ্যামনগরে অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের আহত ও শহীদ ব্যক্তিদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।

স্মরণসভার শুরুতে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরসহ উপজেলার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান বলেন, “আমরা ১৯৪৭ ও ১৯৭১ সালের আন্দোলনের মাধ্যমে দেশকে ভৌগোলিক স্বাধীনতা এনে দিয়েছি। কিন্তু বাস্তবে আমরা পরাধীন রয়ে গেছি। ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে আমরা পূর্ণ স্বাধীনতার সুফল ভোগ করতে চাই।”

ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে মাসুম বিল্লাহ আহতদের দ্রুত সুস্থতার কামনা করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৮ দফা দাবি পেশ করেন। প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির বলেন, “যারা আত্মত্যাগ করে আমাদের ভবিষ্যৎ গড়ে দিয়েছেন, তাদের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয়।” তিনি এমন একটি উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

আহতদের মধ্যে বক্তব্য রাখেন মারুফ বিল্লাহ এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন এম এ মজিদ।

সর্বশেষ, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার বক্তব্যের মাধ্যমে স্মরণসভার সমাপ্তি ঘোষণা করেন।

২৫/১১/২০২৪
শ্যামনগর , সাতক্ষীরা।
01746368747


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited