December 7, 2024, 9:08 am
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।সাতক্ষীরায় আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ নভেম্বর) বেলা ৩ টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মসজিদে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা আল-আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী আলহাজ্ব মুফতি মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান,নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা,সহকারী সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহীন,বাইতুলমাল সেক্রেটারী প্রভাষক মাওঃ আনোয়ারুল হক,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,প্রতাপনগর এ পি এস কলেজের অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান,অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম,উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান প্রমুখ।নেতৃবৃন্দ আগামী ৩০ নভেম্বর তারিখের জনসভায় সকল কর্মী সমর্থক দেরকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জনান।
Leave a Reply