December 7, 2024, 8:21 am

শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • হুসাইন বিন আফতাব, স্টাফ রিপোর্টার:

শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। ইউএনও রনী খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা সাকীর হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময়কালে ইউএনও রনী খাতুন সাংবাদিকদের সংবাদ প্রকাশে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা তা নিয়ে খোঁজখবর নেন এবং তাদের মতামত শোনেন। শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির শ্যামনগর উপজেলা স্বাস্থ্যসেবার নাজুক অবস্থা ও সীমান্ত এলাকার মাদকের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পরিচয়পর্ব শেষে বিভিন্ন প্রেসক্লাবের নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স. ম. ওসমান গনি, অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক মাহমুদুল ফিরোজ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এ সময় বক্তব্য দেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সাথে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited