December 7, 2024, 8:24 am

শ্যামনগরে নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াতের মতবিনিময়

শ্যামনগরে নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াতের মতবিনিময়

হুসাইন বিন আফতাব, শ্যামনগর :
আজ বুধবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্যামনগর উপজেলা জামায়াত ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের মতামত শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা সুরা সদস্য মাওলানা আব্দুল জলিল, উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন মাহমুদ, অধ্যক্ষ গোলাম বারি, মাওলানা ওহীদুজ্জামান, উপজেলা সেক্রেটারি গোলাম মোস্তফাসহ ইউনিয়ন পর্যায়ের আমির ও সেক্রেটারিরা।

সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে জামায়াত ইসলামী একটি মজলুম দল। আমাদের মধ্যে এমন একজনও নেই, যিনি জেলে যাননি। আমি নিজে ৮০টি মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে ১৬ বছর ধরে বিচার প্রক্রিয়ার ধকল পোহাচ্ছি। এই মিথ্যা মামলাগুলোর জন্য জীবনটাই যেন বিষিয়ে উঠেছে।”

সভা শেষে গাজী নজরুল ইসলাম তার লেখা একটি বই উপজেলা নির্বাহী অফিসারকে উপহার দেন।

উপস্থিত সবাই মতবিনিময়ের মাধ্যমে একে অপরের মতামত বিনিময় করেন এবং স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited