December 7, 2024, 8:14 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :ভারতে পাচারকালে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে ৩৩ বিজিবি।
রোববার(১০ নভেম্বর) ভোরে সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) ঢাকার রায়েরবাগ থানাধীন রায়েরবাগ গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা হতে সাতক্ষীরাগামী এমআর স্লিপার কোচ (গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশী করে জাহাঙ্গীর হোসেন স্বপনের জুতার ভিতর থেকে কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩ টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম। যার মূল্য ৫৭ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা এবং মোবাইল দুটির মূল্য ২১ হাজার টাকা।
তিনি আরো বলেন, ‘শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণেরবার ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণেরবার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
Leave a Reply