December 7, 2024, 8:21 am
মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা:-
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ রোকনুজ্জামান সড়ক দূর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
শনিবার (৯ নভেম্বর’২৪) সকাল থেকে দিনব্যাপী ওলামা শিক্ষা শিবির শেষে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যাবেলা ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন চৌরাস্তা মোড়ে অবস্থিত ভোমরা ইউনিয়ন জামায়াতের অফিসের পূর্ব পাশে মোটরসাইকেলে বসে মোবাইলে কথা বলার সময় পিছন থেকে আসা ইঞ্জিন ভ্যান ধাক্কা দেয়। ইঞ্জিন ভ্যান ধাক্কা দিলে তিনি পরে যান ও গুরুতর আহত হন।
ঘটনা স্থল থেকে স্থানীয় লোকজন ও দায়িত্বশীলরা উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান।বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply