December 7, 2024, 9:27 am

ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন

ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন

এস.এম আব্দুল্লাহ, ঝাউডাঙ্গা :: ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা প্রেস ক্লাব চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের আহবায়ক একরামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল নাছের ডিউক, মোঃ আলতাফ হোসেন, মাওলানা মহিদুল ইসলাম, মাস্টার ওয়ালিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় হওয়ায় আমরা আনন্দিত। আমরা চাই প্রেস ক্লাব সবসময় ঐক্যবদ্ধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে প্রেস ক্লাবের সাংবাদিকরা।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে নবীন ও প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited