December 7, 2024, 7:56 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে জরুরী পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।
এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। লাল গোলাপ যুবসংঘের সদস্য মোঃ আরাফাত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান ও সাতক্ষীরা সদর হাসপতালের আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপস্থিতি ছিলেন জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, নূনগোলা দাখিল মাদ্রাসার সহ সুপার শাহ জাহান কবির, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও যুব সদস্যববৃন্দ।
কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য ও জরিপের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদ্জুজামান (তহিদ)।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন করেন কর্ণফূলী যুব সংঘের শাহনাজ পারভীন, মোহায়মিন, সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য আজমাইন।
এডভোকেসির সভার উদ্দেশ্য ছিল জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরী করা। স্থানীয় সরকার এবং জেলা আইনি সহায়তা অফিসের সাথে যৌথ উদ্যোগ নেওয়া। আশ্রয় ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা এবং জরুরী পরিস্থিততে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা হ্রাস করা।
Leave a Reply