December 7, 2024, 7:35 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” স্লোগানে সাতক্ষীরায় রুপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় সদর উপজেলা যুব ফোরামের সমাবেশ, র্যালি ও শহরের প্রাণসায়ের খালের দুই ধারের ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান পরিচালনা করেছে।শুক্রবার (১ নভেম্বর) সকালে কুরাইশী ফুডপার্ক সংলগ্ন প্রাণসায়ের খালের পাশে এ সমাবেশ, র্যালি ও পরিষ্কার অভিযান পরিচালনা করে। সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)শেখ মাইনুল ইসলাম মঈন। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান, রূপান্তরের সিএফ মাহবুবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ফারজানা রাহুল মুক্তি, মনিরুজ্জামান মুন্না, কর্ণ বিশ্বাস ক্যাডি,সদর, যুগ্ন আহবায়ক আইরিন সুলতানা প্রমুখ।
Leave a Reply