November 10, 2024, 9:26 am
তালা সাতক্ষীরা সংবাদদতা:
পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত আনিসুর রহমান সাতক্ষীরা সদর থানার আব্দুল জলিলের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক কুমিরা ব্রিজের মুখে পৌছালে ভ্যান চালককে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানে বসা মৌচাষি আনিসুর রহমান গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে।
Leave a Reply