November 10, 2024, 9:50 am
শহর প্রতিনিধি:
‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা-পা করে ফুলকুঁড়ি আসরের ৫০ বছর পূর্ণ হয়েছে। সংগঠনটির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে, ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখা শিশুকিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এই শিশুকিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার চৌকশ সালমান রাফিদের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার পরিচালক মাহমুদ হাসান। ভার্চুয়ালে সভাপতির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক তাওহিদুল ইসলাম, খুলনা মহানগর পরিচালক ইমরান হোসেন প্রমুখ।সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে
সাতক্ষীরা শহর এর বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিশুকিশোদের ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখা কর্তৃক আয়োজিত মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ প্রতিযোগিতা, ৫০ টিসি প্রতিযোগিতা, সুবর্ণজয়ন্তী আন্ত:স্কুল বিতর্ক উৎসব, ফুলকুঁড়ি প্রিমিয়ার লীগ, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, সহ ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা, আবৃত্তি, থিম সং, নাটিকা সহ বিভিন্ন আয়োজনে মুখরিত এ উৎসব শেষ হয় ফুলকুঁড়ি সংগীতের মাধ্যমে।
এসময় অতিথিবৃন্দ ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নিজেদের সৎ, নির্মোহ, নৈতিক, মানবিক ও সাম্য সামাজিক ন্যায় কল্যাণ রাষ্ট্র গঠনের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারাদেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে যার নিবন্ধন নং ঢ-০৪৫৯। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
Leave a Reply