November 3, 2024, 12:32 am

দেবহাটায় আইবিডব্লিউএফ’র ব্যবসায়ী প্রতিনিধি সমাবেশ

দেবহাটায় আইবিডব্লিউএফ’র ব্যবসায়ী প্রতিনিধি সমাবেশ

দেবহাটা প্রতিনিধি:-
দেবহাটায় ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর ব্যবসায়ী প্রতিনিধি সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২১ অক্টোবর) দেবহাটা উপজেলা সখিপুর বাজারে উপজেলা আইবিডব্লিউএফ’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী উন্নতির মাধ্যমে মানবতার কল্যাণ ও স্রষ্টার সন্তুষ্টি এ স্লোগানকে সামনে রেখে সভায়
উপজেলা আইবিডব্লিউএফ’র সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আইবিডব্লিউএফ’র জেলা সেক্রেটারী মহিউদ্দিন মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারী এহছানুল হক,আব্দুল গফুর প্রমূখ।
বক্তরা বলেন, আওয়ামী সরকারের সীমাহীন চুরি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভেঙে গেছে। ধ্বংসের পথে ব্যাংক বীমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা। এ লক্ষ্যে নিয়মিত সঞ্চয় জমা করণের মাধ্যমে তহবিল গঠন নিশ্চিত করা গেলে অবশ্যই অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে মনে করেন ব্যবসায়িক নেতৃবৃন্দ। পরে ৩১ সদস্য বিশিষ্ট সখিপুর বাজার কমিটি গঠন করা হয়েছে। এতে আজহারুল ইসলাম সভাপতি, মনিরুজ্জামান মনি সেক্রেটারী, মোহাম্মদ আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়াও সভায় অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন,আমরা সকলে একত্রিত হয়ে সততার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited