November 11, 2024, 10:51 am
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ উপলক্ষে এক হাফেজ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তজা, সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম,সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন। সম্মেলন শেষে আশাশুনি উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের নিম্নোক্ত কমিটি গঠন করা হয়: হাফেজ মাওলানা রেজাউল করিম, হাফেজ মাওলানা আব্দুল গফফার ও হাফেজ রুহুল আমিনকে উপদেষ্টা এবং সভাপতি হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন ও হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু হোসাইন বুলবুল, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল কুদ্দুস,অর্থ সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক হাফেজ সাইফুল্লাহ,প্রচার সম্পাদক হাফেজ ইয়াকুব হোসাইন,শিক্ষা,সাহিত্য,গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ মারুফ বিল্লাহকে সমাজকল্যাণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply