November 11, 2024, 11:03 am
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে দুই দাগী চোর গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৫অক্টোবর) দিনগত রাতে উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া আদর্শ গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে,গত মাসে তেঁতুলিয়া আদর্শ গ্রামের শাহিন সরদারের ছেলে আকাশের মৎস্য ঘের থেকে একটি স্যালো মেশিন চুরি হয়েছিলে। অনেক খোঁজাখুজি করেও চোরাই মালের কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে চোরদের সন্ধান পাওয়ার পর পুলিশকে খবর দিলে পুলিশ আদর্শ গ্রামের বাসিন্দা চাপড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে লিটন সানা ওরফে পটল ও তেঁতুলিয়া আদর্শ গ্রামের আসমত গাজীর ছেলে মালেক গাজীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত দেশী অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে আকাশ সরদার বাদী হয়ে লিটন, মালেক ও অজ্ঞাত একজনকে আসামী করে থানায় ৮(১০)২৪ নং মামলা দায়ের করেছেন। গ্রেফতার কৃতদের বুধবার(১৬ অক্টোবর) সকালে আদালতে চালান করা হয়েছে।
Leave a Reply