November 11, 2024, 9:29 am
জাহিদুল বাসার (জাহিদ):
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সমন্বয়ক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্র ও শনিবার সাতক্ষীরা সদরের ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি প্রত্যেকটি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি সবাইকে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বলেন বিএনপি নেতৃবৃন্দ আপনাদের সবসময় পাশে আছে। আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি। নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব কে এগিয়ে নিতে তাদেরকে বিভিন্ন রকম সাহায্য ও সহযোগিতা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপন,পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু,যুব দলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,জাকির হোসেন আফিল, জিয়াউর রহমান জিয়া,আমিনুর রহমান বাবু,বিএনপি নেতা শাহাজান সিরাজী,আনারুল ইসলাম, মিলন হোসেন,মেহেদী হাসান, গোলাম মোস্তফা বাবুসহ ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply