July 5, 2025, 11:52 pm
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কাকডাংগা সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারকালে ০৪ বাংলাদেশী নাগরিকে আটক করেছে ৩৩ বিজিবি।বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কাকডাংগা বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় । লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানিয়েছেন,
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ কাকডাংগা বিওপির সুবেদার নাসির উদ্দিন ও এসআইপি সদস্য নায়েক কাজী হুরমুজ আলী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় উক্ত স্থানে ০৪জন ব্যক্তি আগমন করলে টহলদল বর্ণিত স্থান হতে ১. মোঃ সাইফুল মুন্সি(৩৫), পিতা-হানিফ মুন্সি,গ্রাম-চরগোপালপুর,পোষ্ট-বোখাই নগর, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল ২. মোছাঃ আঁখি আক্তার (২৭),স্বামী-মোঃসাইফুল মুন্সি,গ্রাম-চরগোপালপুর,পোষ্ট-বোখাই নগর, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, ৩. মোছাঃ লাকী আক্তার (২৫) পিতা-আবুল মিয়া, গ্রাম-সর্বদিঘীয়া, পোষ্ট-বুড়িজুই, থানা-সদর, জেলা-নেত্রকোনা, ৪. মোছাঃপাপিয়া খাতুন (২৪), পিতা-মোঃ বকুল, গ্রাম-জীবন নগর, পোষ্ট-জীবন নগর, থানা-জীবন নগর, জেলা-চুয়াডাংগা আটক করা হয়। এসময় তাদের সংগে থাকা ০২টি মোবাইল সেটসহ (মডেল POCO-F5 & VIVO-Y03) আটক করে। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মানবপাচারী চক্রের ০৫ (পাঁচ) জনকে পলাতক আসামী করে কলারোয়া থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply