February 8, 2025, 6:44 pm
রুহুল কুদ্দুস, সাতক্ষীরা : ব্রক্ষরাজপুরে পিয়ার গ্রুপে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুূধবার (৯ অক্টোবর) সকালে ব্রক্ষরাজপুর পিয়ার গ্রুপের আয়োজনে নুর হোসেনের বাড়ি উঠানে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট এর কমিউনিটি ফ্যাসিলিটেটর ইলিয়াস হোসেনের।তিনি,এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো প্রতিটি শিশুর অধিকার,রক্ষা আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য প্রতিটি মনে এবং প্রাণের লালন এবং পালন করতে হবে প্রতিটি কন্যার শিশুর জন্য নিরাপদ বাসস্থান,নিরাপদ বিদ্যালয়, নিরাপদ চলাচলে ব্যবস্থা করতে হবে, তাদের মেধার বিকাশের সুযোগ দিতে হবে সমাজের প্রতিবন্ধকতা দূর করতে হবে। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতা করে উত্তরণ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।বাস্তবয়ন করে ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট।
Leave a Reply