November 10, 2024, 8:13 am
ইহসানুল মাহাবুব জুবায়ের ,ইসলামকাটি (তালা) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন,আলেম ওলামারা হলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে সমাজের দর্পন হিসেবে কাজ করতে হবে,সমাজের সকল মানুষের নিকট ইসলামের সঠিক দিক তুলে ধরতে হবে।
সোমবার (৭অক্টোবর) বিকাল ৪টায় সাতক্ষীরার তালা নাংলা পিএসজে ফাজিল মাদ্রাসায় ওলামা সামাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
তালা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে ওলামা সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ডাঃশেখ মাহমুদুল হক, উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ সহ আরও অনেকে। প্রধান অথিতি আরও বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। সেজন্য সকল স্তরের সংস্কার ও সংশোধনী আনা জরুরী। এব্যাপারে আমাদের আলেম ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করে ইকামাতে দ্বীনের পথে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এসময়ে তালা উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ২৫০ জন আলেম ওলামা উপস্থিত ছিলেন।
Leave a Reply