March 19, 2025, 12:18 am
মোঃ রাশেদ রেজা, (সাতক্ষীরা সদর প্রতিনিধি)
সাতক্ষীরা সদরের বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ” আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। ০৫ই অক্টোবর, শনিবার সকাল ১০:৩০ টায় বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বল্লী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজহারুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বল্লী ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব মিজানুর রহমান পিকলু, বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মন্টু, বিশিষ্ট সমাজসেবক মোঃ দিদারুল আলম, বল্লী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তাগন বলেন শিক্ষকরা তাদের যথাযথ অধিকার এবং মর্যাদা থেকে বঞ্চিত। এসময় বক্তাগন দাবি করেন, শিক্ষকদের উপরে যে বৈষম্য তৈরী হয়েছে অচিরেই এ বৈষম্য যেনো দূর করা হয় এবং শিক্ষকদেরকে যথাযথ অধিকার এবং মর্যাদা দেওয়া হয়। এর আগে সকাল ১০ টায় বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুলের নেতৃত্বে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে র্যালি বের করে। র্যালিটি বল্লী এবং আখড়াখোলা বাজারে প্রদক্ষিণ করে।
Leave a Reply