October 15, 2024, 2:21 am
সাতক্ষীরা সদর প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়ন দামারপোতা সমাজকল্যাণের প্রতিষ্ঠা বর্ষিকি আলোচনা সভা ও সিরাতুন্নাবী (সা:) উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর ) আসরের নামাজের পর থেকে দামারপোতা কেন্দ্রীয় জামে মসজিদে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনি নিয়ে ইসরাত মাহফিল অনুষ্ঠিত হয়। ৮নং ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। । মাওলানা রুহুল আমীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াত সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস, সদর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর , উপজেলা যুব বিভাগের সভাপতি আনিছুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী কিয়ামতের কঠিন ময়দানের একমাত্র সুপারিশকারী সুতরাং তার আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে,সামাজিক জীবনে,রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করতে হবে। আগামীতে ইসলামী সরকার প্রতিষ্ঠিত করতে সবাইকে প্রস্তুতি নিতে হবে!
Leave a Reply