October 15, 2024, 2:50 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি :” প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী ইবনে সিনা, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাফ্ফার উদ্দীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ব্রেকিং দ্য সাইলেন্স অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো. নাসির উদ্দিন প্রমুখ। এ সময় জেলা শিশু একাডেমির কর্মকর্তা, শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।
Leave a Reply