October 15, 2024, 4:23 am
মুহাম্মদ হাফিজ : বুধবার (২০শে সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর আয়োজনে সন্ধ্যা থেকে দ্রোহের গান-কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। যা চলে মধ্যরাত পর্যন্ত। কাওয়ালী সন্ধ্যায় গান ও কাওয়ালী পরিবেশনা করেন কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী ও আব্দুর রহমান এবং তার দল। পাশাপাশি দেশাত্মবোধক গান, কবিতা ও বিভিন্ন ধরনের দ্রোহের গানও পরিবেশন করা হয়।এতে কবিতা, সঙ্গীত ও সাতক্ষীরার আঞ্চলিক ভাষার জনপ্রিয় কাওয়ালী পরিবেশন করেন শিল্পীরা।অনুষ্ঠান শেষে কাওয়ালী পরিবেশন করা শিল্পীরা নিজেদের উচ্ছাসের কথা জানান। তারা বলেন, “বহুদিন পর তারা মুক্ত ভাবে গান পরিবেশনা করতে পেরেছেন শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ।পাশাপাশি তাঁরা দর্শকদের নজরকাড়া উপস্থিতি দেখে ভীষণ আনন্দিত।”
আয়োজকেরা জানান, “আমরা অনেকদিন পর কাওয়ালী সন্ধ্যার মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের একটা মিলনমেলা হয়েছে। আমরা একটা সুন্দর আয়োজন করতে পেরেছি এটাই আমাদের ভালো লাগার জায়গা। আমরা কোন ধরনের বৈষম্য চাইনা সমাজের কোন ক্ষেত্রে।”
Leave a Reply