November 11, 2024, 9:57 am
রুহুল কুদ্দুস,ধুলিহর প্রতিনিধি:ধুলিহর ও ব্রহ্মরাজপুরের জলবদ্ধতা চরম আকার ধারণ করেছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সারাদিন ধুলিহর ও ব্রক্ষরাজপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় ডুবে আছে। ফসলের জমিসহ মৎস্য ঘের এটা সমাজের বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে। ঘের ব্যবসায়ীর আতঙ্কের ভিতর জীবন যাপন করছে এবং হয়ে পড়েছে তাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ব্রক্ষরাজপুরে জেয়ালা,বাধন ডাংগা,শাল্যে মাছখোলা ধুলিহরের গোবিন্দপুর, তালতলা দামারপোতা, বাগডাঙ্গা, ধূলিহর সানাপাড়া, সহ অধিকাংশ অঞ্চল পানিতে ডুবে আছে চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে ইটের সোলিং এর রাস্তা গর্ভবতী রোগীরা বিভিন্ন সমস্যায় ভুগছে এই পানি বাহিত রোগের কারণে ডায়রিয়া,চুলকানা,পাঁচড়া দাউদসহ বিভিন্ন প্রকার রোগ। একজন প্রত্যক্ষদর্শী বলেন, বেতনা নদী ভরাট হয়ে যাওয়াই পানির অপসারনের ব্যবস্থা নাজুক এজন্য এলাকায় পানির জমে আছে। দীর্ঘদিন ধরে বেতনা নদী খনন এর কাজ চলমান থাকার পরেও শেষ না হয় এলাকাবাসীর এই দুর্ভোগ সদর উপজেলা নির্বাহী অফিসার সহ সহ উদ্ধতন কর্মকর্তাদের আমরা দৃষ্টি আকড়ষনকরছি আগামী বছর যেন এই দুর্ভোগ পোহাতে না হয়।
Leave a Reply