November 10, 2024, 8:25 am
রুহুল কুদ্দুস, সাতক্ষীরা :সাতক্ষীরায় মেন কেয়ার দলের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বে সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নাধীন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের সাতক্ষীরা সদর উপজেলার ( ধুলিহর, ব্রক্ষরাজপুর,ফিংড়ি,লাবসা,ঝাউডাংগা,বাঁশদহা,আগরদাড়ী,বল্লী ও পৌরসভা) ১৬ টি মেন কেয়ার দলের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডঃ মোহাম্মদ ফরহাদ জামিল, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জেন্ডার এন্ড এসআরএইচআর কো-অর্ডিনেটর তহমিনা আক্তার, পাবলিক হেলথ কো-অডিনেটর রাইয়ান কবীর,টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মইনুল হাসান সোহান, সাতক্ষীরা সদরের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ,সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর সেলিনা খাতুন,আসাদুজ্জামান ও ইলিয়াস হোসেন।এ সময়ে চলমান উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট মেনকেয়ার মডেল এলাকায় কি কি কাজ করে এবং তাদের প্রত্যাশা তুলে ধরা হয়। এবং প্রজেক্ট না থাকলেও তারা তাদের কাজকে চালিয়ে নিয়ে যাবেন এবং এলাকায় একটি মডেল হিসেবে কাজ করবেন। এসময় মেনকেয়ার দলের সভাপতিরা তাদের নিজস্ব অভিমত তুলে ধরে বলেন,তারা বলেন মেন কেয়ার কি? আদৌ আমরা জানতাম না পুরুষের প্রতি যত্ন নেওয়া যায় এটা আমরা উপলব্ধি করতে পারছি। সুতরাং আমরা একটি সুন্দর পরিবার গড়ে তুলতে পারি। সবশেষে ম্যানকড দলের কার্যক্রম শেষ হওয়ায় মেন কেয়ার দলকে কাছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply