November 11, 2024, 9:54 am
রুহুল কুদ্দুস, সাতক্ষীরা :সাতক্ষীরায় পিয়ার গ্রুপের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে সাতক্ষীরা সদরে উত্তরণের বাস্তবায়নাধীন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের দশটি পিয়ার গ্রুপের কার্যক্রম হস্তন্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রির্সোস পারসন হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:মো: ফরহাদ জামিল, পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম শামীম,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসারের প্রতিনিধি অতিরিক্ত রাজিয়া সুলতানা, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার,প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন,কমিউনিটি ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান আসাদ, রুহুল কুদ্দুস ও ইলিয়াস হোসেন। ওয়ার্ল্ড বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে গত তিন বছর পিয়ার গ্রপের চলমান কর্মসূচী যাতে চলমান থাকে তার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে ধুলিহর,ফিংড়ি, লাবসা,বাঁশদহ, আগর দাড়ি, ঝাউডাঙ্গা, বল্লী,ব্রক্ষরাজপুর,ও সাতক্ষীরা পৌরসভার পিয়ার গ্রুপকে হস্তান্তর করা।
Leave a Reply