April 28, 2025, 6:35 pm
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ঃ
সাতক্ষীরা তালায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তালা আলিয়া মাদ্রাসায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ এর সভাপতিত্বে এবং সেক্রেটারী ইদ্রিস আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জামায়াতের জাতীয় নির্বাচন বিষয়ক সচিব, তালা কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সদস্য প্রার্থী অধ্যাক্ষ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, এছাড়া আরও বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও: কবিরুল ইসলাম,তালা সদর ইউনিয়ন আমীর মুজিবর রহমান,প্রমুখ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, স্বৈরাচার ও খুনী আওয়ামীলগীগ সরকারের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের কারণে দীর্ঘ ১৬ বছর জাতির ঘাড়ে চেপে থাকা এই জালিমের হাত থেকে জাতি মুক্তি পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সাধারণ জনতাকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, সাধারণ মানুষ আর কোনো জালিম সরকার চায়না। তারা শোষন মুক্ত একটা সুন্দর দেশ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তেমন একটা সরকার চাই যেখানে থাকব্ েসৎ মানুষের শাসন, কোনো জুলুম নির্যাতন হত্যা ও বৈষম্যের কোনো স্থান নেই। তাই বাংলাদেশে দ্বীন কায়েম ও সুন্দর একটা পরিবেশ সৃষ্টির জন্য আমাদের নিরলস কাজ করে যেতে হবে।
Leave a Reply