November 11, 2024, 11:30 am
আব্দুর রাজ্জাক,( আশাশুনি সাতক্ষীরা):
আশাশুনি শোভনালী ইউনিয়নে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখা। সোমবার দুপুর ৩.৩০ মিনিটে ইউনিয়নে শালখালী জামে মসজিদে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে জামায়াত ইসলামী।
এতে ইউনিয়ন শাখার আমীর মাওলানা শহিদুল ইসলাম সভাপতিত্বে ও নায়েবে আমীর আলহাজ্ব দেছের আলী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাসার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ শুরা সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু মূসা
তারিকুজামান তুষার। আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর মাস্টার গোলাম কিবরিয়া,শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন বাইতুল মাল সেক্রেটারি আহসান হাবীব,ইউনিয়ন টিম সদস্য কবির হোসেন এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারকে ও সম্প্রতি বন্যা প্লাবিত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তায় সকলকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। সেই সাথে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে অন্তবর্তকালীন সরকারের প্রতি জোড় দাবি জানান।
Leave a Reply